আজ (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি হয়েছেন। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলি হওয়া পুলিশ সুপাররা হলেন:
- এসবির এম এম হাসানুল জাহীদ — রাজশাহীর সারদায়
- পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার — ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে
- টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াঃ — সিআইডি
- গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধান — রংপুর পিটিসিতে
- ডিএমপির মো. শফিকুল ইসলাম — পুলিশ সদর দপ্তরে
- পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবাল — সিআইডি
- পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেন — গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে
- এপিবিএনের উক্য সিং — পিবিআই
- মিশন থেকে বাংলাদেশ পুলিশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইন — পুলিশ সদর দপ্তরে
অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে বদলি হয়েছে:
- রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তী — রংপুর মেট্রোপলিটনে
- শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামান — শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

