বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস জানিয়েছে, তারা শুধুমাত্র জার্মানির ন্যাশনাল ভিসা ইস্যু করে এবং অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না।
বুধবার (৫ নভেম্বর) এক বার্তায় দূতাবাস এই তথ্য জানায়।
দূতাবাসের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, জার্মান দূতাবাস কেবলমাত্র জার্মানির ন্যাশনাল ভিসা—যেমন কর্মসংস্থান ভিসা—ইস্যু করে থাকে। অন্য কোনো শেনজেন দেশের ন্যাশনাল ভিসা ইস্যু করার দায়িত্ব তাদের নেই। তবুও অনেক আবেদনকারী ভুলবশত জার্মান দূতাবাসে অন্য শেনজেন দেশের ন্যাশনাল ভিসার আবেদন জমা দেন।
এছাড়া বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, জার্মান দূতাবাস এস্তোনিয়ার কর্মসংস্থান ভিসা আবেদনও গ্রহণ বা প্রক্রিয়া করে না। দূতাবাসের পক্ষ থেকে আবেদনকারীদের অফিসিয়াল নির্দেশনা মেনে সংশ্লিষ্ট দেশগুলোর সঠিক ভিসা সেন্টার বা দূতাবাসে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

