লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অর্থনৈতিক পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে, পুলিশ সদর দপ্তর। অফিসিয়াল নির্দেশনা অনুসারে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে এবং তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আজ বুধবার (৫ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
ঘোষিত অনুদান অনুযায়ী এলএমজি (লাইট মেশিন গান) উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকা দেয়া হবে। এসএমজি (সাব-মশিন গান) উদ্ধারে পুরস্কার দাঁড়িয়েছে দেড় লাখ টাকা। চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা ও পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার থাকবে। পাশাপাশি প্রতিটি রাউন্ড গুলির জন্য প্রতিটি সন্ধানদাতাকে ৫০০ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর বলেছে, যেসব অস্ত্র ও গোলাবারুদ ছিনতাই বা লুণ্ঠিত— সেগুলো শনাক্ত করে ফেরত দিলে প্রকৃত সন্ধানদাতাকে পুরস্কার দেওয়া হবে। সন্ধানদাতাদের অনুরোধ করা হয়েছে, নিকটস্থ থানায় যোগাযোগ করে উদ্ধারকৃত সামগ্রী হস্তান্তর করবেন। অবশ্যই সন্ধানদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।
অভিযোজন ও তদন্তসহ কর্তৃপক্ষের নিরাপত্তা কার্যক্রমকে সহায়তা করতে এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুরস্কার ঘোষণা সংক্রান্ত আরো বিস্তারিত নির্দেশনা এবং আবেদনের প্রক্রিয়া উপজেলা/থানায় পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

