আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্রগুলোর মেরামত ও সংস্কারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা নষ্ট বা জরাজীর্ণ, কিংবা অল্প মেরামতের প্রয়োজন রয়েছে, সেসব কেন্দ্রের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়, নির্ধারিত ছকের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ইসির নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। তালিকার সঙ্গে হার্ড কপির পাশাপাশি নিকস ফন্টে সফটকপি জমা দিতে হবে।
ইসি জানিয়েছে, এটি আসন্ন নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ। ভোটারদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

