প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম ধাপে দেশের ছয়টি বিভাগের ১০,২১৯টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপের বিভাগগুলো হলো: রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর।
এর আগে চলতি বছরের ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে। এরপর ২ নভেম্বর সংশোধিত বিধিমালা প্রকাশ করা হয়। এতে নতুনভাবে তৈরি সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়েছে এবং কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর জন্য শর্ত হলো— স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা ৪ স্কেলে ২.২৫ ও ৫ স্কেলে ২.৮ সিজিপিএসহ। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। এছাড়া, আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
প্রধান শর্তাবলি:
১. আবেদন অনলাইনে করতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থী তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।
৩. উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ হবে; প্রার্থী যে উপজেলার বাসিন্দা, তিনি সেই উপজেলার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন।
৪. চাকরি করতে হবে নিজ উপজেলা/শিক্ষা থানায়; বদলি সীমিত।
৫. ধূমপান বা মাদকের অভ্যাস থাকলে আবেদন করা যাবে না।
৬. সনদপত্র ও ছবি অবশ্যই স্বীকৃত গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ সিলযুক্ত হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সহকারী শিক্ষক’ পদে আবেদন শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ টা থেকে এবং চলবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ টা পর্যন্ত।

