অ্যাটর্নি জেনারেলের পদে থেকে নির্বাচনে অংশ নেওয়া আইনত বৈধ বলে জানায়, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি বলেন, “অ্যাটর্নি জেনারেল সরকারি কর্মচারী নন। সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে তারা রাষ্ট্রের আইনজীবী। তাই এই পদে থেকেও নির্বাচন করা যেতে পারে।”
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রের আইন প্রয়োগ করা হয় এবং দায়িত্ব পালনের বাইরে কোনো প্রভাব থাকে না। যদি কোনো সরকারি পদক্ষেপ রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে হয়, অ্যাটর্নি জেনারেল সরকারকেও সমালোচনা করতে পারেন। তিনি স্পষ্ট করেন, “আইন অনুসারে পদে থেকেও নির্বাচন করা যায় এবং সংবিধানে এই বিষয়ে কোনো বিধিনিষেধ নেই।”
এর আগে বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছেন। তিনি বলেন, “আমি ভোটে অংশ নেব। অ্যাটর্নি জেনারেল হিসেবে থাকলেও সময় এলে পদ ছাড়ব এবং ভোট দেব।”
মো. আসাদুজ্জামান গত বছর ৮ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

