শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তরা এক চালকের গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চান্দনী গ্রামের নিজ বাড়ির আঙিনায় রাখা গাড়িতে আগুন দেন দুর্বৃত্তরা। গাড়িটির মালিক মোতালেব মুন্সি পেশায় ভাড়ায়চালিত গাড়িচালক। ২০১০ সালে তিনি নিজস্ব একটি গাড়ি কিনে চালানো শুরু করেন এবং পরবর্তীতে ছেলেকেও একটি গাড়ি কিনে দেন।
পরিবারের সদস্যদের দাবি, এর আগেও ১৫ আগস্ট রাতে একইভাবে বাড়িতে রাখা দুটি গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তখন পরিবারের লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হন এবং থানায় লিখিত অভিযোগও দেন। তবে পুলিশ সেই ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি। এরপর নিরাপত্তার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।
সেই ক্যামেরায় ধারণ করা সর্বশেষ ভিডিওতে দেখা যায়, শুক্রবার রাত ২টা ২৮ মিনিটে এক ব্যক্তি বোতল হাতে গাড়ির ওপর তরল কিছু ছিটাচ্ছেন। পরে আরেকজন এসে পাটকাঠি জাতীয় কিছু দিয়ে আগুন ধরিয়ে দেন। ছয় মিনিট ২১ সেকেন্ডের ওই ভিডিওর ৪ মিনিট ৫ সেকেন্ডের সময় মোতালেবের পরিবারের সদস্যদের ঘর থেকে বের হয়ে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়, কিন্তু ততক্ষণে গাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
মোতালেব মুন্সি বলেন, “যারা গাড়িতে আগুন দিয়েছে তাদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। ভিডিওতে পুরো ঘটনাটি স্পষ্ট দেখা যায়। আমি এই গাড়ি চালিয়ে পরিবার চালাতাম। প্রায় আট লাখ টাকার গাড়িটি পুড়ে যাওয়ায় আমরা এখন বিপদে পড়েছি।”
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তাঁর ধারণা, ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

