গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় এক তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, টিনশেডের তৈরি গুদামটিতে প্রথমে ধোঁয়া দেখা যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। মুহূর্তেই আগুন পুরো গুদামজুড়ে ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, “আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।”
তিনি আরো জানান, ঘটনাস্থলের কাছাকাছি পানির উৎস না থাকায় দূর থেকে পানি এনে আগুন নেভানো হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

