জুলাই গণ-অভ্যুত্থানে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রবিবার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই রায় দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। এর আগে, গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দি আইভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
মামলার পটভূমি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় আদমজী এলাকায় চলমান ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
নিহত মিনারুলের ভাই নাজমুল হক ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে যুক্ত করা হয়। এ মামলায় ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।
৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে ২৭ মে আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

