বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রোববার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। তার মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, শেষবার তার অবস্থান রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালেও নাঈম নিয়মিত অফিসে যোগ দেন। তবে দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে অফিস থেকে বের হন। সেই সময় থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি সহকর্মী এক কর্মকর্তাকে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি ছোট বোনের জন্য চাকরির অনুরোধ করেন এবং লিখেছিলেন, ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’ বার্তাটি থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
সহকর্মীরা জানিয়েছেন, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন এখন দারুণ উদ্বেগে অপেক্ষা করছেন। কেউ যদি তার কোনো খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”
নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) ইতোমধ্যেই করা হয়েছে। পুলিশ তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ অনুসন্ধান করে তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

