ফুটপাতের পাশে পুরনো ও একঘেয়ে পুলিশ বক্সগুলোর জায়গায় এবার আধুনিক নকশার স্মার্ট পুলিশ বক্স নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নতুন এই বক্সগুলো হবে একসঙ্গে পরিবেশবান্ধব ও পথচারীবান্ধব।
নকশা অনুযায়ী প্রতিটি পুলিশ বক্স এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে নিচ দিয়ে পথচারীরা সহজে চলাচল করতে পারেন। প্রতিটি ইউনিট ২০ ফুট লম্বা, ৮ ফুট চওড়া ও ৮ ফুট উঁচু ইনসুলেটেড কনটেইনার। এতে থাকবে প্রয়োজনীয় অফিস আসবাব, পর্যাপ্ত আলো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
পরিবেশবান্ধব দিকটি মাথায় রেখে প্রতিটি ইউনিটে যুক্ত করা হচ্ছে এসটিপি (সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট)। এটি ময়লা ও দূষিত পানি পরিশোধন করে বাগান পরিচর্যা ও অন্যান্য কাজে পুনর্ব্যবহারযোগ্য করবে।
আগারগাঁওয়ে নির্মিত প্রথম স্মার্ট পুলিশ বক্সটি উদ্বোধনের অপেক্ষায় আছে চলতি মাসেই। এরপর ধাপে ধাপে ঢাকার অন্যান্য এলাকাতেও এমন পুলিশ বক্স নির্মাণ করা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই উদ্যোগের বিস্তারিত জানিয়েছেন।
আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, “ঢাকায় চালু হচ্ছে স্মার্ট, পরিবেশ ও পথচারীবান্ধব পুলিশ বক্স। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীতে আধুনিক নকশার এই বক্সগুলো নির্মাণ করছে, যা একসঙ্গে পরিবেশবান্ধব ও পথচারীবান্ধব।”
একইভাবে মোহাম্মদ এজাজ তার পোস্টে নতুন ডিজাইনের ছবিসহ লিখেছেন, “আমাদের পুলিশ বক্সগুলো নিচ দিয়ে পথচারীরা নির্বিঘ্নে হাঁটতে পারবে এমনভাবে ডিজাইন করা হয়েছে। আগারগাঁওয়ের বক্সটি এই মাসেই উদ্বোধন করা হবে। ঢাকার সব পুলিশ বক্স ধীরে ধীরে এই নকশায় নির্মাণ করা হবে।”
ডিএনসিসির এই প্রকল্পের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় আধুনিক, টেকসই ও নাগরিকবান্ধব একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সংস্থাটি।

