আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে ইতোমধ্যেই কাগজ সরবরাহ শুরু করেছে কর্ণফুলী পেপার মিলস। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনের কাছ থেকে মোট ৯১৪ টন কাগজের অর্ডার পেয়েছে। এর মধ্যে ১৭৮ টন কাগজ ইতোমধ্যে সরবরাহও সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশন রঙিন (সবুজ, গোলাপি, এজুর লেইড) ও বাদামি সালফেট কাগজের জন্য অর্ডার দিয়েছে। এই অর্ডারের মোট বাজারমূল্য প্রায় ১১ কোটি ১১ লাখ টাকা।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, চলতি অর্থবছরে ৩,৫০০ টন কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আর্থিক মূল্য আনুমানিক ৪০ থেকে ৪৫ কোটি টাকা। এ পর্যন্ত (৯ অক্টোবর পর্যন্ত) প্রতিষ্ঠানটি ১,০৯৩ টন কাগজ উৎপাদন করেছে, এবং উৎপাদন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান কেপিএম থেকে প্রায় ২,৮৯৪ টন কাগজের অর্ডার দিয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে ৯২৩ টন কাগজ বিক্রি হয়েছে ৮ নভেম্বর পর্যন্ত।
১৯৫৩ সালে কর্ণফুলী নদীর তীরে স্থাপিত এই কারখানাটি একসময় দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। ৭০ বছর বয়সী এই প্রতিষ্ঠানটি এখন বয়সের ভারে কিছুটা ক্লান্ত হলেও, এখনও অবিচলভাবে কাগজ উৎপাদন অব্যাহত রেখেছে।
প্রতিষ্ঠানটির কর্মীরা আশা করছেন, সরকারি সহযোগিতা ও আধুনিকায়নের মাধ্যমে কর্ণফুলী পেপার মিলস আবারও ফিরে পাবে তার পুরোনো গৌরব ও প্রাণচাঞ্চল্য।

