ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে অগ্রসর হওয়া শিক্ষার্থীদের থামিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঢাকা কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়ে একদল শিক্ষার্থী বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির দিকে রওনা হন। তারা জানান, ‘জুলাই অভ্যুত্থানের’ পর বাড়িটির কিছু অংশ যেভাবে ছাত্র-জনতা ভেঙে দিয়েছিল—তারই ধারাবাহিকতায় তারা বুলডোজার নিয়ে সেখানে যাচ্ছিলেন।
কিন্তু প্রবেশমুখে পৌঁছানোর পরই পুলিশ তাদের আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা বাধা ভেঙে এগোনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
উল্লেখ্য, এর আগে জুলাই অভ্যুত্থান পরবর্তী কয়েকদিনে বিক্ষুব্ধ জনতার হাতে ধানমন্ডি ৩২–এর বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুরের ঘটনা ঘটে।
আজই ঘোষণা হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাষ্ট্রের সাক্ষী প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে নিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ তিন সদস্যের প্যানেল এ রায় দেবেন।

