ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকা অনুযায়ী এ বছর ভোট দেবেন মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন নাগরিক। আগের খসড়া তালিকায় এই সংখ্যা ছিল কিছুটা কম— ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন, যেসব নাগরিক ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর বয়স পূরণ করেছেন, তাদের সবাইকে এবার চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে অনেক তরুণ-তরুণী এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
চূড়ান্ত তালিকায় এখন পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
সংখ্যা অনুযায়ী, পুরুষ ভোটারের প্রবৃদ্ধি হয়েছে ২.২৯%, আর নারী ভোটারের ক্ষেত্রে এই হার ৪.১৬%।
এর আগে চলতি মাসের ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
নতুন তালিকার ফলে তরুণ ভোটারদের একটি বড় অংশ প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছেন— যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

