এক সপ্তাহের বিরতির পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আবারও নেমে এলো ১২ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস আর সকালের হালকা কুয়াশা মিলে উত্তরাঞ্চলে শীত এখন বেশ জমে বসেছে। গত কয়েক দিন ধরে তেতুঁলিয়ার তাপমাত্রা ১৪ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল, তবে রবিবার সকালে আবারও নেমে গেল ১২ ডিগ্রি ঘরে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যে কারণে শীতের অনুভূতি আরও বেশি লাগছে। তার আগের দিন, শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা গত কয়েক দিন ধরেই কুয়াশায় ঢেকে থাকছে। বিশেষ করে রাতে ও ভোরে সড়ক-মহাসড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া মানুষের কষ্টও যেন বেড়ে গেছে কয়েকগুণ। অনেকে ভোরের কাজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। গ্রামীণ এলাকায় মানুষজন গরম পোশাক, আগুন আর খড়কুটো দিয়ে ঠান্ডা সামলানোর চেষ্টা করছেন।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগও। শিশুরা ও বয়স্করা সবচেয়ে বেশি ভুগছেন। স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে স্বাভাবিকভাবেই শীত দ্রুত নামে। তিনি বলেন, “আজ সকালেও তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৬ ডিগ্রিতে। বাতাসে আর্দ্রতা খুব বেশি থাকায় শীত আরও তীব্র লাগছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।”

