দেশে চলমান ভূমিকম্প পরিস্থিতি বিবেচনা করে তেল ও গ্যাসক্ষেত্রের সব ধরনের খনন (ড্রিলিং) এবং সাইসমিক জরিপ কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা। রোববার এক বার্তায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কথা জানায়।
পেট্রোবাংলা জানায়, ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং মাঠে থাকা যন্ত্রপাতি, টেকনিক্যাল টিম ও আশপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব খনন ও জরিপ কার্যক্রম স্থগিত থাকবে ।
সংস্থাটি আরো জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ের পরই আবার সব কাজ আগের মতো শুরু হবে।
বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স এবং রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কাজ চলছে। পাশাপাশি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়েও সাইসমিক জরিপ কার্যক্রম পরিচালনা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

