জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হলেও গণভোটের ব্যালট পেপার ‘রঙিন হবে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রে পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক, আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যেকোনো কালি।
ইসি সচিব আরো বলেন, ভোটার তালিকা আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করা হবে। তালিকা পাওয়ার পর নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ব্যালট বক্স, অমোচনীয় কালি, স্টাম্পপ্যাডসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে এবং ধীরে ধীরে দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে, যাতে শেষ মুহূর্তে চাপ না পড়ে।
প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার সাদা পৃষ্ঠার ওপর কালো প্রিন্টে হয়। তবে এবারে গণভোটের জন্য রঙিন কাগজ ব্যবহার করা হবে এবং সেই কাগজে যেকোনো দৃশ্যমান কালো প্রিন্টের ওপর ভোট চিহ্নিত করা হবে।

