রাজধানী ঢাকায় আবারও হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিটের দিকে আচমকা মৃদু কম্পনে অনেকেই ঘুম ভেঙে টের পান চারপাশ কেঁপে ওঠার অনুভূতি। ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী জেলার উত্তর দিকে, প্রায় ৩ কিলোমিটার দূরে এবং গাজীপুরের টঙ্গী থেকে পূর্ব–উত্তরপূর্বে প্রায় ৩৩ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের কাছাকাছি, মাত্র ৩০ কিলোমিটার গভীরতা থেকে কম্পনের উৎপত্তি হওয়ায় ঢাকার আশপাশের বেশ কয়েকটি জনপদেও এর প্রভাব হালকা আকারে অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর মেলেনি। তবে ভোরবেলার এই অপ্রত্যাশিত কম্পন রাজধানীর বাসিন্দাদের মধ্যে সামান্য উদ্বেগ তৈরি করেছে। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, অগভীর কেন্দ্রের ভূমিকম্প তুলনামূলক বেশি অনুভূত হয়, যদিও এর ক্ষতির ঝুঁকি খুব কম থাকে।
পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

