ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে বয়ে চলা হিমেল হাওয়া যেন পুরো জনপদে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সকালে সড়ক দৃশ্যমান না হওয়ায় যানবাহনকে বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী পরিবারগুলো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, নির্ধারিত সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের তীব্রতা আরো বাড়িয়েছে।
প্রচণ্ড শীত উপেক্ষা করে জীবিকার সন্ধানে যেসব মানুষ ঘর থেকে বের হচ্ছেন, তারা পড়ছেন নানা অসুবিধায়।
যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, ‘কুয়াশা আর ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। কী করব, কাম করি তো খাওয়া লাগবে।’
কুড়িগ্রাম সদর উপজেলার রিকশাচালক আমিনুল ইসলাম (৫০) জানান, ‘ঠান্ডায় বাড়িত থাকি বের হইছি, ভাড়া নাই। লোকজন বাইরে বের হবার না পারলে ভাড়া হইবে কী করি? সংসার কীভাবে চলবে চিন্তায় আছি।’

