যশোরে দুই কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ফরিদুল ইসলাম ও মাহফুজ আলম, যাদের বাড়ি যথাক্রমে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায়। তারা ঢাকার তাঁতীবাজার থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতের উদ্দেশ্যে পাচারের চেষ্টা করছিল।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্যান্টের ভেতর বিশেষভাবে লুকানো ১০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে। জব্দ করা স্বর্ণের মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

