ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সাপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।
বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।”
ফ্লাইটের রুটে ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার জানান, ভারতীয় উড়োজাহাজ যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, তেমনি বাংলাদেশি ফ্লাইটও ভারতীয় আকাশসীমা ব্যবহার করবে।

সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, পাকিস্তানের ওপর ভারতের চলমান আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর ঢাকা রুটে শিগগির ফ্লাইট চালুর সম্ভাবনা কম।
হাইকমিশনার আরো বলেন, পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করার সুযোগ অনেক। তবে সরাসরি রুট না থাকায় বাণিজ্য সীমিত। অতীতে রেলপথে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হত, কিন্তু বর্তমানে পাকিস্তানের খেজুর আঞ্চলিক বাজারে পৌঁছায় দুবাই হয়ে। সরাসরি রুট থাকলে কৃষকদের আয় বাড়বে এবং লাভজনক বাণিজ্য সম্প্রসারিত হবে।
তিনি আরো উল্লেখ করেন, ভৌগোলিক সংযোগের দুর্বলতা দক্ষিণ এশিয়ার অগ্রগতির বড় বাধা। অতীতে কাফেলার পথ আফগানিস্তান, পেশোয়ার ও ঢাকা হয়ে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল। এককভাবে কোনো দেশ উন্নতি করতে পারে না—আঞ্চলিক সহযোগিতাই অগ্রগতির একমাত্র বাস্তব পথ।

