কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকা মানুষের জন্য গুরুত্বপূর্ণ এক সহায়তা পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) সেখানে পৌঁছায় ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখীর তেল—যা আগামী তিন মাসে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মানুষের রান্নার প্রয়োজন মেটাতে যথেষ্ট বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস।
এই ভোজ্যতেল এসেছে ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ নামে বিশ্ব খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্পের মাধ্যমে। যুদ্ধের মাঝেও নিজেদের কৃষি উৎপাদন ধরে রাখার লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনীয় কৃষকদের সমর্থন করার পাশাপাশি বিশ্বজুড়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে খাদ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পটিতে সুইডিশ সরকার দিয়েছে ৭ মিলিয়ন ডলারের অনুদান।
২০২২ সালে শুরু হওয়া এই মানবিক প্রোগ্রাম বিশ্বের খাদ্য–সংকটগ্রস্ত দেশগুলোকে শস্য ও ভোজ্যতেল সরবরাহ করে। বিশেষ করে আফ্রিকার দরিদ্র দেশগুলোতে খাদ্য ভর্তুকি, কৃষি উৎপাদন শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য অংশীদারিত্ব গড়াই এর উদ্দেশ্য।
ঢাকার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তেল হস্তান্তর করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারতের দায়িত্বপ্রাপ্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্ডার পলিশচুক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট। তাদের উপস্থিতিতে এই সহায়তা শুধু মানবিক সহযোগিতা নয়—আন্তর্জাতিক ঐক্য ও দায়িত্ববোধের বার্তাও তুলে ধরে।

