ব্যবসায়ীরা অগ্রিম আয়কর (এআইটি) ও উৎস কর (টিডিএস) থেকে মুক্তি চায় বলে জানিয়েছেন, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, “এআইটি ও টিডিএস হলো ট্যাক্স টেরোরিজম। এটা বন্ধ করতে হবে। আমরা লাভ করি বা লোকসান করি, সব অবস্থাতেই কর দিচ্ছি। এমনও হয়েছে যে লোকসান করেছি বেশি, আবার ট্যাক্সও বেশি দিয়েছি। এখান থেকে আমরা মুক্তি চাই।”
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত এক সংলাপে তিনি এসব মন্তব্য করেন। এতে দেশের বিভিন্ন শিল্প খাতের অর্ধ শতাধিক ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
নাসিম মঞ্জুর বলেন, “এনবিআর ইতোমধ্যেই কিছু সংস্কার করেছে। বন্ড অটোমেশন হয়েছে, এইচএস কোডের জটিলতা কমানো হয়েছে। এখন আমরা চাই এআইটি ও টিডিএসের টেররিজম থেকেও মুক্তি। ব্যবসায়ীদের মধ্যে যারা অর্থ চুরি বা গ্যাস চুরি করে, তাদের ধরুন। আইনের আওতায় আনুন। তাদের দায় যেন আমাদের উপরে না আসে।”
তিনি সুদ হার নিয়েও গভর্নরের প্রতি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “ব্যবসায়ীরা এই সুদ হার আর বহন করতে পারছে না। খরচ বেড়ে যাচ্ছে, এতে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো—ভিয়েতনাম ও ভারত—এর সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে পারছি না।”
নাসিম মঞ্জুর বিদেশি অংশীদারদের শর্তের প্রতি ব্যবসায়ীদের অসন্তোষও তুলে ধরেন। তিনি বলেন, “আইএমএফ ও বিশ্বব্যাংকের শর্ত সব জায়গায় মানা উচিত নয়। আমাদের রপ্তানি থেকে প্রয়োজনীয় অর্থ আনা সম্ভব।”
তিনি আরো বলেন, রপ্তানিতে ইডিএফ তহবিল পুনরায় চালু করা, আইনশৃঙ্খলা উন্নয়ন করা, ঢাকার পরিবহন সমস্যা সমাধান করা এবং এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার প্রয়োজন আছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

