ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আজ রোববার (৭ ডিসেম্বর) ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদন করেছেন রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী।
বাদীপক্ষের অভিযোগে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির সম্প্রতি ‘ডিএসএন’ নামের একটি ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন, “রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ”। বাদীর দাবি, এই বক্তব্য রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, আদালত শুনানি শেষে বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক আদেশ দেননি, আদেশ অপেক্ষমাণ রাখা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশির মনিরের মন্তব্য ছড়িয়ে পড়ার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলামে রোজা পালন নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যা আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা করেন।
বাদীর যুক্তি, রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য নয়। এই ধরনের মন্তব্য সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাত এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হিসেবে দেখা যায়। আবেদনে শিশির মনিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছে।

