দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, আগামী বছরে সরকারি অফিসে এই হয়রানি কমানো হবে।
গতকাল রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতদিনের ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আশিক চৌধুরী বলেন, “দেশে ব্যবসা শুরু করা এখন জটিল। নিবন্ধন প্রক্রিয়া কঠিন। সরকারি অফিসে সরাসরি গেলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। এই সমস্যা কাটাতে আগামী বছর থেকে একটি ‘অ্যাপ’ চালু হবে। এর মাধ্যমে উদ্যোক্তারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।”
তিনি অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা ও বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় উল্লেখ করেন, এতে কৃষি জমি রক্ষার সুযোগ থাকবে। মেলার কার্যক্রম সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাতদিনব্যাপী এই মেলায় প্রায় ৪০০টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আরও জানান, এসএমই খাতে সুদহার এখন ১৫ শতাংশ। এর কারণ মূলত মূল্যস্ফীতির হার বেশি। এনজিও থেকে ঋণ নিলে সুদ ২৫ শতাংশ দিতে হয়, যা পরিচালনার খরচ বাড়িয়ে দেয়। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হলেও পরিচালনা জটিল।
বক্তারা বললেন, নির্বাচনের কারণে সব খাতেই স্থবিরতা দেখা দিয়েছে। ব্যাংক খাতে এখন অতিরিক্ত তারল্য প্রায় দেড় লাখ কোটি টাকা। চাহিদা বেড়ে গেলে অর্থনীতির চাকা সচল হবে। এছাড়া, রপ্তানির জন্য বন্ডেড ওয়্যারহাউস তৈরি করতে হয়। এসএমই খাতের জন্য এই প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়।

