আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১৯ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১২০ টাকা বরাদ্দ চেয়েছে। সম্প্রতি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান। চিঠির একটি অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনের পূর্বে, নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে জেলা ও উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহকে সহযোগিতা এবং অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ মোতায়েন থাকে। এজন্য এ অর্থ বরাদ্দের প্রয়োজন বলে জানানো হয়েছে।
অধিদপ্তর মোট ছয়টি খাতে এই অর্থ বরাদ্দের জন্য অনুরোধ করেছে। এতে রয়েছে—দৈনিক খোরাকি ভাতা, আপ্যায়ন ব্যয়, পেট্রোল ও লুব্রিক্যান্ট, অন্যান্য মনিহারি, ব্যবস্থাপনা ব্যয় এবং মেশিন ও সরঞ্জামাদি ভাড়া। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ চাওয়া হয়েছে পেট্রোল ও লুব্রিক্যান্টের জন্য, যা ৭ কোটি ৪১ লাখ টাকা।
নির্বাচনের বিভিন্ন বাহিনী ও সংস্থার নিয়োজিত কর্মী ও অন্যান্য খরচ পরিশোধের দায়িত্ব নির্বাচন কমিশনের। সম্প্রতি আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে সকল সংস্থার কাছে বাজেট চাওয়ার পর কমিশন তা অনুমোদন করবে।
এদিকে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করেছে। আজ (বুধবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি সাক্ষাৎ করেছেন। এদিনই জাতির উদ্দেশে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানা যায়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

