চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি চাঁদাবাজি নিয়ে উপদেষ্টার বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলিতে অনুষ্ঠিত প্রেসক্লাবের অন্তর্বর্তীকালিন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, “সম্প্রতি উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে এসেছিলেন। সেখানে কয়েকটি অনলাইন পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের নিউজে বলা হয়েছে, যে কেউ আমার সঙ্গে ছিলেন, তারা সবাই ভক্ষক হয়েছে। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করেছি, তিনি কি এমন বক্তব্য দিয়েছেন। যতক্ষণ বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন না, ততক্ষণ চট্টগ্রামে আসতে দিতে পারব না।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা বলেছে, প্রতিদিন বন্দর থেকে ২ থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয়। আমার হোল্ডিং ট্যাক্স পাচ্ছি না। আমার রাস্তা ৩০–৪০ টনের গাড়ি দিয়ে ধ্বংস হচ্ছে। বছরে ৭২ কোটি টাকা শিক্ষাখাতে দিতে হয়। এসব জন্য চাঁদাবাজি কারা করছে, তা স্পষ্টভাবে বলা উচিত।”
মেয়র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “চট্টগ্রামের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, আপনার ও আমার সম্পদ। অনিয়ম নিয়ে লিখুন, কিন্তু বস্তুনিষ্ঠ হোন। ভুল নিউজ শুধু ব্যক্তিকে নয়, সাংবাদিকতাকেও কলুষিত করে।”
তিনি উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, “কোন প্রমাণ ছাড়া এই ধরনের বক্তব্য দেওয়া উচিৎ নয়। স্পষ্ট প্রমাণ দেখাতে হবে, কারা কিভাবে চাঁদাবাজি করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, সাংবাদিক ওসমান গণি মুনসুরসহ অন্যান্য অতিথি।

