বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাই হওয়া একটি ট্রাকসহ প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৭০ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার হয়েছে। তবে ঘটনায় জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ভোর ৪টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শেরপুর হাইওয়ে ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা জানতে পারেন যে বগুড়া-ঢাকা মহাসড়কে একটি ট্রাক ছিনতাই হয়েছে। খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে অভিযান শুরু করে।
একপর্যায়ে ট্রাকটি শনাক্ত করে থামানোর চেষ্টা করলে দুষ্কৃতকারীরা ট্রাকটি দিয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে। জীবনহানির আশঙ্কায় হাইওয়ে পুলিশ সরকারি পিকআপ নিরাপদ দূরত্বে রেখে ট্রাকটিকে ধাওয়া অব্যাহত রাখে। পরিস্থিতি বুঝতে পেরে দুষ্কৃতকারীরা বগুড়ার শেরপুর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকাগামী লেনে ঘোগা সেতুর আগে ট্রাকটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ট্রাকের ভেতরে থাকা ৭০ ব্যারেল সয়াবিন তেলের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানায় পুলিশ।
শেরপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও সয়াবিন তেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

