অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে তিনি সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন। তাদের দাবি—সচিবালয়ে কর্মরত সবার জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা নিশ্চিত করতে হবে।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং তাকে অবরুদ্ধ করেন। এ সময় হ্যান্ড মাইকে তারা ভাতার দাবিতে নানা স্লোগান দেন।
একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) জানান, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তার ভাষায়, “উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা যতক্ষণ অফিসে থাকেন, আমাদেরও ততক্ষণ থাকতে হয়। অথচ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে অতিরিক্ত সুবিধা পেলেও আমরা তা থেকে বঞ্চিত।”
আন্দোলনকারীরা বলেন, এর আগে রেশনের দাবিতেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এবার আরও জোরালোভাবে অবরোধ কর্মসূচিতে নেমেছেন তারা।

