ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এ তফসিল প্রকাশ করবেন। বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিইসির ভাষণ আজ বিকেল চারটায় রেকর্ড করা হয়েছে। তফসিল ঘোষণার সময়সূচিও চূড়ান্ত হয়েছে।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। দুই ভোটের তফসিলও একসঙ্গে ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে রাষ্ট্রপতিকে ভোট প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ইসি সচিব জানান, প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

