রাজধানীর মিরপুর, শান্তিনগর ও মৌচাক এলাকায় একদিনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরপুরে একজন ব্যক্তি আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, বিস্ফোরণে একজন সামান্য আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মার্কেটের তৃতীয় তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। মার্কেটের এক ব্যবসায়ীও বলেছে, দুর্বৃত্তরা মার্কেটের কোনো তলা থেকে ককটেলটি ছুড়ে দিয়েছে।
এরপর সন্ধ্যায় এক ঘণ্টার ব্যবধানে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। ডিএমপি ট্রাফিক অ্যালার্ট গ্রুপের তথ্য অনুযায়ী, রাত ৮টা ১৫ মিনিটে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এটি সিগন্যালের পাশে থাকা একটি বটগাছে রাখা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১০ এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর রাত ৮টা ৪০ মিনিটে মৌচাক মোড়ে চতুর্থ ককটেল বিস্ফোরণ ঘটে।
ডিএমপির উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

