রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চুক্তিভিত্তিক প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি।
চাকরির বিবরণ:
- পদের নাম: প্যানেল আইনজীবী (চুক্তিভিত্তিক)
- পদের ধরন: অস্থায়ী
- পদসংখ্যা: অনির্দিষ্ট
পেশাগত যোগ্যতা:
- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সহ আইন পেশায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা নিম্ন আদালতে কমপক্ষে ১০ বছরের আইন পেশা বা বিচার বিভাগীয় কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- আবেদনকারীকে ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর জেলার যেকোনো আইনজীবী সমিতির সদস্য হতে হবে।
বেতন-ভাতা:
-
রাজউকের নির্ধারিত শিডিউল অনুযায়ী বেতন প্রদান করা হবে। (সরকারি ভ্যাট ও ট্যাক্স ব্যতীত)
আবেদনের নিয়ম:
-
রাজউকের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে হবে।
-
আবেদন জমা দিতে হবে চেয়ারম্যান, রাজউক বরাবর ডাকযোগে বা সরাসরি।
আবেদন ফি:
-
৭০০ টাকা।
-
ফি প্রদানের জন্য সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি বা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখায় পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ব্যবহার করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
-
১৫ জানুয়ারি ২০২৬
শর্তাবলি:
-
রাজউকের স্বার্থে নিয়োগপ্রাপ্ত আইনজীবী রাজউকের বিরুদ্ধে কোনো মামলায় অংশগ্রহণ করতে পারবেন না।
-
নিয়োগকৃত আইনজীবীকে প্রতিমাসে নিয়োগকৃত মামলার অগ্রগতি প্রতিবেদন পরিচালক (আইন), রাজউক বরাবর দাখিল করতে হবে।

