আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর জেরে সৃষ্ট সংঘবদ্ধ সহিংসতার ঘটনায়। সংস্থা সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু বিচারেরও দাবি করেছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনার নিন্দা ও বিচারের আহ্বান জানায়। বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সংঘটিত “মব ভায়োলেন্স” বা সংঘবদ্ধ সহিংসতায় প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটেছে। এছাড়া নিউ এজ সম্পাদক নুরুল কবীরকেও হেনস্তা করা হয়েছে। এই সব ঘটনায় দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’
সংস্থা ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মব ভায়োলেন্সের তীব্র নিন্দা জানাচ্ছে। এর ফলে মানুষ আহত হয়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে, এমনকি মৃত্যুও ঘটেছে।’
সংস্থা আরও উল্লেখ করেছে, ‘সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। মৃত্যুদণ্ডের বিধান এড়িয়ে সুষ্ঠু বিচারের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।’

