মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম আর নেই। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মুক্তিযুদ্ধকালীন সময়ে গঠিত বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এ কে খন্দকার। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা দেশের সামরিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
মুক্তিযুদ্ধের পর সামরিক শাসক জিয়াউর রহমানের শাসনামলে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।
এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে খন্দকার। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর টানা পাঁচ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদকে ভূষিত করে সরকার। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও ইতিহাসসাক্ষী ব্যক্তিত্বের অবসান হলো।

