সংবাদপত্র কার্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রে হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এসব ঘটনা পরিকল্পিত। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম আজ এ কথা বলেছেন। এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন ঘটনা চলতে পারে।
সোমবার সকালে সিপিডির প্রধান কার্যালয়ে ব্যাটারিচালিত রিকশার চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
গোলাম মোয়াজ্জেম বলেন, হামলার ঘটনাকে যদি মবতন্ত্র হিসেবে দেখানো হয়, তাহলে বিষয়টির গভীরতা হ্রাস পায়। তিনি দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেন এবং বলেন, উগ্রপন্থী গোষ্ঠীর অবস্থান একসময় নীরব হলেও এখন ক্রমে সরব হয়ে উঠছে। যদিও এ গোষ্ঠীগুলোর ভাষা এখনো প্রচলিত বয়ান ও ন্যারেটিভে সীমিত, ভবিষ্যতে তাদের নিজস্ব বয়ান আরো শক্তিশালী হবে। এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করলেও দীর্ঘমেয়াদে পরিস্থিতির সুবিধাভোগী হতে পারে।
গোলাম মোয়াজ্জেম আরো উল্লেখ করেন, দেশে উগ্রপন্থা নতুনভাবে বিস্তৃত হচ্ছে। নির্বাচনের পর পটপরিবর্তন হলেও উগ্রপন্থার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া নাও হতে পারে। এই পরিস্থিতিতে স্বাধীন চিন্তা, মুক্তবুদ্ধি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মুক্ত বুদ্ধির চর্চা অব্যাহত রাখতে কৌশলগত প্রস্তুতি নিতে হবে।
তবে তিনি মনে করেন, ভবিষ্যতে মুক্তবুদ্ধির চর্চা ধরে রাখা চ্যালেঞ্জিং হবে। এই বাস্তবতায় চিন্তা ও জ্ঞানের জগতে দীর্ঘমেয়াদি সংগ্রামের জন্য প্রস্তুত থাকা অপরিহার্য।

