জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিজিবিকে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানার বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫: কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সময় খুব সীমিত—মাত্র ৪৫ দিন অবশিষ্ট। সুতরাং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করার দায়িত্ব বিজিবিকে নিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিজিবি এই দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশের নাগরিকদের একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।
বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন এবং বিজিবির সাহস, আত্মত্যাগ ও ‘ত্রিমাত্রিক’ ভূমিকার প্রশংসা করেন। বিজিবি বর্তমানে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তে সতর্কতা, মাদক ও চোরাকারবারি দমন, দেশীয় পণ্যের অবৈধ পাচার রোধ এবং আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। তিনি বিজিবিকে কমান্ড চেইনের প্রতি আনুগত্য, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষার দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।
এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে। তিনি বলেন, ‘‘দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলব না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন একটা-দুটা করে ধরা হচ্ছে। কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না।’’
উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদতবরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এই কারণে ২০ ডিসেম্বর বিজিবি দিবসের সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছিল। পরে ২৯ ডিসেম্বর বিজিবি দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

