আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীর পূর্বাচল বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হচ্ছে পঞ্চমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দর্শনার্থীদের এবার মেলায় প্রবেশের জন্য টিকিট কাটতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য ৫০ টাকা। শিশুদের জন্য (১২ বছরের নিচে) টিকিট ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আহতরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
টিকিট ও অনলাইন সুবিধা: দর্শনার্থীরা স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করতে পারবেন।
যাতায়াতের ব্যবস্থা: মেলায় যাতায়াত সহজ করার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চলবে। এছাড়া পাঠাও রাইড শেয়ারে বিশেষ রেয়াতি মূল্য থাকবে।
দর্শনার্থীদের জন্য শাটল বাস সেবা থাকবে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে মেলার উদ্দেশ্যে ২০০টির বেশি বাস চলবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ রাত ১১টায়। ভাড়া নির্ধারিত হয়েছে এভাবে:
- ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি)–৭০ টাকা
- কুড়িল বিশ্বরোড–৪০ টাকা
- নারায়ণগঞ্জ চাষাঢ়া–১২০ টাকা
- মুক্তারপুর–১৩০ টাকা
- নরসিংদী–১০০ টাকা
- মেলা প্রাঙ্গণ থেকে সাইনবোর্ড–১০০ টাকা
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও পণ্যসম্ভার: বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। গত বছরের মেলায় মোট ৩৪৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।
মেলায় প্রদর্শিত পণ্যসম্ভারে রয়েছে দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস ও বিউটি এডস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া ও আর্টিফিশিয়াল চামড়া, জুতা, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্ট ফুড, হস্তশিল্পজাত পণ্য এবং হোম ডেকর ইত্যাদি।
মেলা আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ পূর্বাচলের প্রদর্শনী কেন্দ্রে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত তথ্য জানান।

