Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Tue, Jan 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯৮% শিশুর রক্তে বিপজ্জনক সীসার মাত্রা অতিরিক্ত: জরিপ
    বাংলাদেশ

    ৯৮% শিশুর রক্তে বিপজ্জনক সীসার মাত্রা অতিরিক্ত: জরিপ

    এফ. আর. ইমরানJanuary 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী শিশুদের রক্তে সীসার মাত্রা তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে। আইসিডিডিআর,বি জানিয়েছে, ওই এলাকায় ব্যাটারি তৈরির কারখানা ও পুনর্ব্যবহার কেন্দ্র বেশি হওয়ায় এই মাত্রা বেশি হতে পারে।

    ঢাকার ৯৮ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে—যা জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের বিষয় বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

    গবেষণা অনুযায়ী, শিশুদের রক্তে সীসার গড় মাত্রা ছিল ৬৭ মাইক্রোগ্রাম প্রতি লিটার, যা যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্ধারিত ৩৫ মাইক্রোগ্রাম/লিটার রেফারেন্স সীমার চেয়ে অনেক বেশি।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী শিশুদের রক্তে সীসার মাত্রা তুলনামূলকভাবে বেশি পাওয়া গেছে। আইসিডিডিআর,বি জানিয়েছে, ওই এলাকায় ব্যাটারি তৈরির কারখানা ও পুনর্ব্যবহার কেন্দ্র বেশি হওয়ায় এই মাত্রা বেশি হতে পারে।

    আইসিডিডিআর,বি’র সহকারী বিজ্ঞানী ডা. জেসমিন সুলতানা বুধবার (৬ আগস্ট) সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার এই চিত্র তুলে ধরেন। ‘লিড পয়জনিং ইন বাংলাদেশে— প্রোগ্রেস মেড চ্যালেঞ্জের অ্যাহেড’ শীর্ষক ওই অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকায় ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ শিশুকে নিয়ে এই গবেষণা করা হয়েছে।

    গবেষণায় দেখা গেছে, সীসা-ভিত্তিক শিল্পকারখানার এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে প্রতিকেজি শরীরের ওজনে সীসার পরিমাণ গড়ে ৫ মাইক্রোগ্রাম বেশি—যা ৫ কিলোমিটার দূরে বসবাসকারী শিশুদের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

    ডা. জেসমিন আরো বলেন, সীসা দূষণের অন্যান্য উৎসের মধ্যে রয়েছে ঘরের ধুলাবালি, সীসা-যুক্ত প্রসাধনী ও রান্নার বাসনপত্র।

    ইউনিসেফের তথ্য অনুযায়ী, সীসা দূষণের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। বর্তমানে ৩ কোটি ৬০ লাখ শিশুর রক্তে সীসার মাত্রা উদ্বেগজনক হারে বেশি।

    অনুষ্ঠানে উপস্থাপিত আরেকটি গবেষণায় বলা হয়, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকার বস্তিগুলোতে ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৮৭ শতাংশের রক্তে সীসার মাত্রা ছিল ৫০ মাইক্রোগ্রামের বেশি, যা খর্বাকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

    স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ও আইসিডিডিআরবি’র সাবেক পরিচালক স্টিভ লুবি বলেন, সীসা শিশুর মস্তিষ্কের বিকাশ মারাত্মকভাবে ব্যাহত করে। এতে বুদ্ধিমত্তার হ্রাস ও মানসিক দক্ষতার ঘাটতি তৈরি হয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে।

    তিনি বলেন, “আমাদের শ্বাসপ্রশ্বাস, খাদ্যগ্রহণ, দূষিত মাটি বা ধুলার সংস্পর্শ এবং এমনকি গর্ভকালীন সময়ে প্ল্যাসেন্টার মাধ্যমে শরীরে নানা উপায়ে সীসা প্রবেশ করে। পরিবেশ থেকে এই মূল কারণগুলো দূর করা না গেলে এসব দূষণ এড়ানো প্রায় অসম্ভব।”

    শিশুদের মস্তিষ্ক ক্ষতিসাধনে সীসার প্রভাব

    রক্তে অতিরিক্ত সীসার উপস্থিতি শিশুদের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই বিষক্রিয়ার ফলে শিশুদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, শেখার ক্ষমতা কমে যায়, বুদ্ধিমত্তা হ্রাস পায়, আচরণগত সমস্যা দেখা দেয় এবং শ্রবণশক্তি কমে যায়। এছাড়া হাড় ও পেশির বৃদ্ধি ব্যাহত হওয়া, কিডনির ক্ষতি এবং রক্তশূন্যতার ঝুঁকিও দেখা দিতে পারে।

    আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, “সীসা বিষক্রিয়া নীরবে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং পুষ্টি ক্ষতিগ্রস্ত করে। এই ঝুঁকির উৎসগুলো নির্মূল করতে আমাদের দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে প্রতিটি শিশু সুস্থ, বুদ্ধিদীপ্ত এবং দেশের জন্য উপযোগী নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।”

    শিশুদের সুরক্ষায় করণীয়

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঢাকার যেসব শিল্পকারখানা থেকে বিষাক্ত সীসা নির্গত হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। এই উৎসগুলো থেকে শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

    তারা নিরাপদ বিকল্প হিসেবে নিকেল-জিংক, লিথিয়াম-আয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সম্বলিত সীসা-মুক্ত ব্যাটারির ব্যবহার প্রচলনের পরামর্শ দিয়েছেন। এছাড়া সীসা-মুক্ত রং, রান্নার বাসন, গহনা, সুরমা ও তাবিজ ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দিয়েছেন।

    বিশেষজ্ঞদের আরো পরামর্শ, ঘরের ভেতরে ধূমপান বন্ধ করা, নিয়মিত পানি দিয়ে মেঝে পরিষ্কার করা এবং সীসা-দূষিত ধুলার ঝুঁকি কমাতে সচেতন হওয়া উচিত।

    উদাহরণে আশার আলো

    আইসিডিডিআর,বি’র প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুর রহমান সীসা-সংক্রান্ত এক দশকের গবেষণার ফলাফল তুলে ধরেন। তার মতে, সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি ছিল হলুদে ভেজাল সীসা শনাক্ত করে তা বন্ধ করা।

    গবেষণার পর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনসচেতনতামূলক কার্যক্রম, কঠোর নজরদারি এবং বিধিনিষেধ আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে ২০১৯ সালে যেখানে ৪৭ শতাংশ হলুদের নমুনায় সীসা পাওয়া গিয়েছিল, ২০২১ সালের মধ্যে তা প্রায় শূন্যে নেমে আসে। সূত্র: টিবিএস

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিটিএমসির ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রি

    January 12, 2026
    বাংলাদেশ

    বিল দিয়েও মিলছে না গ্যাস, চরম সংকটে গ্রাহকরা

    January 12, 2026
    বাংলাদেশ

    টেকনাফে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

    January 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.