খুলনা বিশ্ববিদ্যালয়ের কোর্স রেজিস্ট্রেশন ফি কমানোসহ তিন দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে তারা জড়ো হন। পরে মিছিল নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল।
শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বহু শিক্ষার্থীর জন্য আর্থিক চাপ তৈরি করছে। অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে গিয়ে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি ব্যবস্থা বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়ার দাবিও করেন। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
খুবি শিক্ষার্থী রেজওয়ানুল হক রাদ ও তানভীর কবির বলেন, কোনো আলোচনা ছাড়াই রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে। এই ফি অনেকের জন্য বেশি। তারা অভিযোগ করেন, ছাত্র প্রতিনিধি সিস্টেম চালু হলে ক্যাম্পাসে রাজনীতি প্রবেশ করবে এবং এটি শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হতে পারে। তাদের দাবি, এক কর্মদিবসের মধ্যে আগের মতো রেজিস্ট্রেশন ফি পুনর্বহাল, সময়সীমা বৃদ্ধি এবং ডিসিপ্লিন প্রতিনিধি ব্যবস্থা বাতিল করতে হবে। দাবি পূরণ না হলে কঠোর সিদ্ধান্ত নেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি বলে জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, টেকনিক্যাল কারণে কোনো সমস্যা হতে পারে, তবে প্রশাসন কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি।

