দেশে ভেনামি চিংড়ি চাষের জন্য নতুন ও বিদ্যমান সব ধরনের পোনা আমদানি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের জন্য মন্ত্রণালয় গত ৭ জানুয়ারি একটি উচ্চপর্যায়ের সভার আয়োজন করেছিল। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভায় জানানো হয়, ভেনামি চিংড়ি একটি আমদানিনির্ভর প্রজাতি। এর পোনা আমদানি দেশীয় বাগদা ও গলদা চিংড়িসহ অন্যান্য স্থানীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এছাড়া রোগ সংক্রমণ ও পরিবেশ দূষণের ঝুঁকিও থাকে। তাই অবাধভাবে ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণ সমীচীন নয়।
আলোচনায় জোর দেওয়া হয়, ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে ইতিমধ্যে অনুমোদনপ্রাপ্ত চাষীদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে হবে এবং চাষের শর্তাবলী ঠিকভাবে মানা হচ্ছে কি না তা সরেজমিনে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত পোনা আমদানি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
সভায় আরো সিদ্ধান্ত হয়, ভেনামি চিংড়ি চাষের প্রভাব নিরূপণে প্রয়োজনীয় গবেষণা চালানো হবে। ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দেশীয় বাগদা ও গলদা চিংড়ির উৎপাদন বৃদ্ধি ও চাষ সম্প্রসারণের জন্য উপযুক্ত প্রকল্প গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়া হায়দার চৌধুরী এবং সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তারা।

