বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগের লোকজন করেনি, করেছে পুলিশ বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।
গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন তিনি।
হারুনুর রশীদ বলেন, আগামী দিনে আমাদের জন্য দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ফরজ দায়িত্ব। আওয়ামী লীগের যারা খারাপ লোক, যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে কাউকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেনি, এসব করেছে পুলিশ, সরকারের নির্দেশে।
তিনি আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই-পুলিশ এভাবে মানুষ হত্যা করতে পারে না। আমি যদি এমপি হই, তাহলে এমন কিছু করতে দেব না। থানাকে ও প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ আমাদের ভোট দেয় যেন তারা প্রয়োজনে আমাদের কাছে আসতে পারে। সাধারণ মানুষ থানা-কোর্ট-কাচারিতে গিয়ে হয়রানির শিকার হয়, সব সময় যেতে পারেনা। কিন্তু জনপ্রতিনিধির কাছে মানুষ দল-মত নির্বিশেষে স্বাধীনভাবে যেতে পারে। জনগণের পাশে দাঁড়ানো ও তাদের সহায়তা করাই আমাদের দায়িত্ব।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে। সেই লক্ষ্যেই আপনাদের বিএনপিতে ভোট দিতে হবে।” সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

