ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫: আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)–এ যোগ দিল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সম্মেলন কক্ষে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী, ক্ষুদ্র উদ্যোক্তা ও ছোট ব্যবসায়ীরা সহজে ঋণ সুবিধা পাবেন। সাধারণত জামানতের অভাবে তারা প্রাতিষ্ঠানিক ঋণ থেকে বঞ্চিত হন। তবে এ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট ঋণের বিপরীতে গ্যারান্টি প্রদান করবে, যা অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ঝুঁকি কমাবে এবং ঋণপ্রাপ্তি সহজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিজিডির পরিচালক মুহাম্মদ নাজমুল হক এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়া সাদ্দাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন ও জোবাইদা আফরোজ, এবং কমিউনিটি ব্যাংকের করপোরেট ব্যাংকিং প্রধান ও শাখা ব্যবসা প্রধান ড. মো. আরিফুল ইসলাম, এডিসি প্রধান ও এমডির সমন্বয় দলের প্রধান মো. মামুন উর রহমান, এসএমই ও কৃষি বিভাগের প্রধান শরীফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি বড় সুযোগ তৈরি করবে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেবে।

