বৈশ্বিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক মোট ৭৫ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ৭ কোটি) দীর্ঘমেয়াদি ঋণ পাবে। এর মধ্যে এআইআইবি ৫০ মিলিয়ন এবং এনডিবি ২৫ মিলিয়ন ডলার দেবে।
ঋণের এই অর্থায়ন দেশের বেসরকারি খাতের বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতগুলোতে এটি বিনিয়োগ ত্বরান্বিত করবে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে নতুন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, এআইআইবির ডিরেক্টর জেনারেল (ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস, গ্লোবাল) গ্রেগরি লিউ এবং এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও সিওও রোমান সেরভ ও ডিরেক্টর জেনারেল বিন হান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ডিএমডি ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়া এআইআইবির এটি প্রথম অন-লেন্ডিং সুবিধা। ব্যাংকটি বলছে, এই ঋণ দেশের বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরো গতিশীল করবে, দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ প্রদানের সুযোগ বাড়াবে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে।
মাসরুর আরেফিন বলেন, “এআইআইবি ও এনডিবির সঙ্গে এই দীর্ঘমেয়াদী অর্থায়ন অংশীদারিত্ব আমাদের প্রতি তাদের আস্থার প্রমাণ। এটি আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ দ্রুততর করতে সাহায্য করবে। এ ধরনের বিনিয়োগ দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশ্লেষকরা মনে করছেন, এই অর্থায়ন সহযোগিতা এআইআইবি ও এনডিবির অব্যাহত প্রচেষ্টাকে সামনে নিয়ে যাচ্ছে। এটি সদস্য দেশগুলোর অর্থনীতিতে স্থিতিশীল ও টেকসই অবকাঠামোগত পরিবেশ গড়ে তুলতে সিটি ব্যাংকের মতো টেকসই ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছে।

