ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। এই টাকা দেশে ফেরানোর জন্য বাংলাদেশ ব্যাংক ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনিক ও আইনি সহায়তার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো চুক্তি করবে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে এই তথ্য জানানো হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওমর ফারুক খান বলেন, “আমরা আন্তর্জাতিক ল’-ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান (মোট ১২টি) নিযুক্ত করলে তারা এই অর্থ দেশে ফিরিয়ে আনার কাজ করতে পারবে। কিছু ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করবে, একাধিক ব্যাংক মিলিত হয়ে কনসোর্টিয়াম গঠন করবে। পাশাপাশি বাইরের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এরপর দেখা হবে টাকা কীভাবে দেশে ডিপোজিট করা সম্ভব।”
তিনি আরও জানান, সিআইডি প্রাথমিকভাবে মোট ১১টি স্থানীয় শিল্পগোষ্ঠীর নাম শনাক্ত করেছে। এর মধ্যে নাসা, এস আলমসহ আরও প্রতিষ্ঠান রয়েছে। “এনডিএ (গোপনীয়তার চুক্তি) সই করে আমরা স্টোলেন অ্যাসেট রিকভারি সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করব। মূল উদ্দেশ্য হলো, বিদেশে পাঠানো অর্থগুলো দেশে ফিরিয়ে আনা।”
এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান বলেন, “এই প্রকল্পে কোনো নির্দিষ্ট ব্যাংকের পরামর্শ নেওয়া হয়নি। এটি একটি ‘টোটাল ব্যাংকিং’ কনসেপ্ট, যেখানে বহু ব্যাংককে অন্তর্ভুক্ত করার ভাবনা ছিল। সভায় প্রায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, যা প্রায় ৩০টি সংস্থার সঙ্গে আলাপচারিতার ইঙ্গিত দেয়।”
পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, “বাংলাদেশ ব্যাংক মানি-লন্ডারিং সংক্রান্ত বিষয় বিবেচনা করে ওই ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে গোপনীয়তার চুক্তি করে ফরেন অ্যাসেট রিকভারি কার্যক্রম শুরু করা হবে।”
আগে পরিচালিত কয়েকটি উদ্যোগের তথ্যও প্রতিবেদনে প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক চারটি সংস্থা—দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি, ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কোঅর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস, এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি—তথ্য আহরণে সফল হয়েছে এবং এখন আইনি প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো যেন দ্রুত ওই ১২ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করে।