ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার ৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে এই ডলার কেনা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কিনেছে। এই নিলামের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা মনে করছেন, ডলারের দরে স্থিতিশীলতা বজায় রাখা এখন জরুরি। তাদের মতে, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ডলার না কিনলে বাজারে ডলারের দাম পড়ে যেতে পারত। এতে মুদ্রাবাজারে অস্থিরতা তৈরি হতো।
তারা আরও বলেন, ডলারের দর খুব বেশি বেড়ে যাওয়া যেমন অর্থনীতির জন্য ক্ষতিকর, তেমনি অতিরিক্ত কমে যাওয়াও বিপর্যয় ডেকে আনতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ মুদ্রাবাজারে ভারসাম্য আনতে সহায়ক। বর্তমানে নিলামের মাধ্যমে ডলার কেনায় রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকও এই প্রক্রিয়ার মাধ্যমে রিজার্ভ বাড়ানোর পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানির প্রবাহ ইতিবাচক রাখতে কাজ করছে।