বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সহজক্যাশ লিমিটেডের নামে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর আবেদন গ্রহণ হয়নি। এছাড়া, এ ধরনের কোনো অনুমোদন প্রক্রিয়াধীনও নেই। তাই প্রতিষ্ঠানটির সঙ্গে লেনদেন বা কোনো প্রতিশ্রুতি দেওয়ার সময় সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় সহজক্যাশ লিমিটেডের নামে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞাপন ব্যাংকের নজরে এসেছে। বিজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি প্রাক-পরিচালন পর্যায়ে আছে এবং এমএফএস চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রক্রিয়াধীন।
তবে ব্যাংক স্পষ্ট করেছে, প্রকৃতপক্ষে সহজক্যাশ লিমিটেডের নামে এমএফএস চালুর কোনো আবেদন গ্রহণ করা হয়নি। অর্থাৎ, প্রতিষ্ঠানটি এখনো ব্যাংকের অনুমোদন পাননি এবং এই ধরনের কোনো প্রক্রিয়া চলমান নেই। বাংলাদেশ ব্যাংক সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে। তারা জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করার আগে ব্যাংকের অনুমোদন রয়েছে কি না তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।