বাংলাদেশ ব্যাংক বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা পণ্যের অর্থ দেশে আনার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে পণ্যের বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ১২০ দিনের মধ্যে দেশে আনতে হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সময় ৬০ দিন বাড়িয়ে ১৮০ দিন করা হচ্ছে।
বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দেশের উদ্যোক্তারা বর্তমানে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বা তার বেশি মূল্যমানের পণ্য বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে রপ্তানি করছেন। এই পরিমাণ প্রতি বছর দ্রুত বাড়ছে। সূত্র জানায়, বাংলাদেশে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ৫০০ ডলারের কম মূল্যের পণ্য কোনো ইএক্সপি ফরম ছাড়াই রপ্তানি করতে পারে। ইএক্সপি ফরম হচ্ছে রপ্তানির ঘোষণাপত্র। তবে, এমন পণ্য বিক্রির পর তার মূল্য ১২০ দিনের মধ্যে দেশে আনা বাধ্যতামূলক ছিল।
কিন্তু বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে, সবক্ষেত্রে ১২০ দিনের মধ্যে অর্থ দেশে আনা সম্ভব হচ্ছে না। কারণ, পণ্য সরাসরি রপ্তানি না হয়ে আগে বিদেশি প্ল্যাটফর্মের গুদামে মজুদ থাকে। এরপর ক্রেতার অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া হয়। কিছু পণ্য বিক্রি না হলে ফেরতও আসে। এই কারণে নির্ধারিত সময়ে রপ্তানি মূল্য দেশে আসে না।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “এই পরিস্থিতিতে সময় বাড়িয়ে ১৮০ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত সার্কুলার জারি হবে।” ই-কমার্স অ্যাসোসিয়েশনও বলেছে, রপ্তানি বেড়ে বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং এটি প্রতিনিয়ত বাড়ছে।

