দেশের ব্যাংকগুলোতে মেয়াদি আমানতে সুদের হার বাড়ার সঙ্গে সঙ্গে আমানতের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকগুলো মূলত তিন মাস থেকে তিন বছরের বেশি মেয়াদে আমানত সংগ্রহ করছে।
মেয়াদভিত্তিকভাবে এ ধরনের আমানত ভাগ করা হয় এভাবে:
- তিন মাসের বেশি কিন্তু ছয় মাসের কম
- ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম
- এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম
- দুই বছরের বেশি কিন্তু তিন বছরের কম
- তিন বছরের বেশি
বর্তমানে এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম মেয়াদের আমানতে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে। এই মেয়াদের সর্বোচ্চ সুদের হার ১২.৫৫ শতাংশ, যা গত বছরের তুলনায় বেড়েছে। সুদহার ব্যাংকের ধরন অনুযায়ী ভিন্ন। সরকারি, বিশেষায়িত, বিদেশি ও বেসরকারি ব্যাংকের মধ্যে এক বছরের বেশি মেয়াদি আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেসরকারি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে মোট ৬১টি ব্যাংকের সুদহার তুলে ধরা হয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যাংক ৪৩টি, বিদেশি ৯টি, সরকারি ৬টি ও বিশেষায়িত ৩টি।
প্রতিবেদন অনুযায়ী, যেসব ব্যাংকের তারল্যসংকট বেশি, সেসব ব্যাংকই বেশি সুদে আমানত সংগ্রহ করছে। অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোই মূলত আমানতকারীদের কাছ থেকে অর্থ তোলার জন্য উচ্চ সুদ দিচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলেন, “দুর্বল ব্যাংকে বেশি সুদ পাওয়া গেলেও নিরাপত্তা ও সময়মতো টাকা ফেরত পাওয়া গুরুত্বপূর্ণ। কম সুদ হলেও ভালো ব্যাংকে আমানত রাখা নিরাপদ।” ব্যাংকারদের মতে, তারল্যসংকটের কারণে কিছু ব্যাংক দৈনন্দিন চাহিদা মেটাতে স্বল্পমেয়াদি আমানতে বেশি সুদ দিচ্ছে। দীর্ঘমেয়াদি আমানতের তুলনায় স্বল্পমেয়াদি আমানতে সুদ বেশি।
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মধ্যে এক বছরের বেশি মেয়াদে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেসিক ব্যাংক। ব্যাংকটি দীর্ঘদিন ঋণ সমস্যা নিয়ে জর্জরিত। দৈনন্দিন কর্মকাণ্ড চালানোর জন্য তারা বেশি সুদে স্বল্পমেয়াদি আমানত সংগ্রহ করছে। বিশেষায়িত ব্যাংকের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্বল্প ও দীর্ঘমেয়াদি আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। এক বছরের কম মেয়াদে সুদ ৮.৫০ শতাংশ, এক বছরের বেশি মেয়াদে ৮.৭৫ শতাংশ। বিদেশি মালিকানাধীন ব্যাংকের মধ্যে হাবিব ব্যাংক এক বছরের বেশি মেয়াদে ১১.২৫ শতাংশ সুদ দিচ্ছে।
বেসরকারি ব্যাংকের মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংক স্বল্পমেয়াদি আমানতে ১২.৭৫ শতাংশ, এক বছরের বেশি মেয়াদে ১২.৫০ শতাংশ সুদ দিচ্ছে। দীর্ঘমেয়াদি আমানতে বেশি সুদ দিচ্ছে এসবিএসি ব্যাংক, যেখানে এক বছরের বেশি মেয়াদে সুদ ১২.৫৫ শতাংশ।
যদিও ভালো ব্যাংকে সুদ হার তুলনামূলক কম, তবুও সেখানে আমানত বেশি। অভিজ্ঞ ব্যাংকার ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, “দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা আমানত তুলে ভালো ব্যাংকে রেখেছেন। আগে বেশি সুদ দেয়ার ব্যাংকেই জমা হতো। এখন সচেতনতা বেড়েছে। কম সুদ হলেও সুনামের ব্যাংকে আমানত রাখছে গ্রাহকরা।