আসন্ন হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী শনিবার, ১৮ অক্টোবর সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাধারণত সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ থাকে, তবে হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধা দিতে এবার সেই নিয়মে ব্যতিক্রম আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগত গ্রাহকরা যতক্ষণ উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। অর্থাৎ, শনিবার ব্যাংকের দরজা সময়ের আগে বন্ধ করা যাবে না।
এ ছাড়া, সংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে হজ কার্যক্রমে অংশগ্রহণকারীরা কোনো ধরনের অসুবিধায় না পড়েন।
এর ফলে শনিবার সারাদেশে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোতে বাড়তি কর্মব্যস্ততা দেখা যেতে পারে, কারণ এটি হজ নিবন্ধনের শেষ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।