মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) রাজধানীর গুলশান এলাকায় এক বিঘা জমি ক্রয়ের মাধ্যমে নতুন কর্পোরেট হেড অফিস স্থাপন করতে যাচ্ছে। ব্যাংকটির এই বিনিয়োগের খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা, যা ভ্যাট ও রেজিস্ট্রেশন ফি ছাড়া এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।
গত বুধবার ব্যাংকের বোর্ড নতুন জমি ক্রয় পরিকল্পনায় সম্মতি দেয়। এটি পূর্বে ফেব্রুয়ারিতে গৃহীত সিদ্ধান্তের বিকল্প, যেখানে তারা ২১ তলার একটি বাণিজ্যিক ভবন ‘দ্যা কিউব’ এর গ্রাউন্ড থেকে ১৪ তলা পর্যন্ত ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় অনুমোদিত বাজেট ছিল ৪৫০ কোটি টাকা, যা ভ্যাট ও রেজিস্ট্রেশন খরচ ছাড়া।
অডিট করা হয়নি এমন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এমটিবি ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে ২০৩.৮৪ কোটি টাকার নেট লাভ করেছে, যা আগের বছরের একই সময়ের ২০৩.৭৪ কোটি টাকার থেকে খুব সামান্য বৃদ্ধি। শেয়ার প্রতি আয় (EPS) একই রকম হয়েছে, ১.৮৮ টাকায়।
তবে জুলাই থেকে সেপ্টেম্বরের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাংকের লাভ কিছুটা কমে ৮৭.৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যেখানে EPS হয়েছে ০.৭০, যা গত বছরের একই সময়ে ছিল ৯০.১২ কোটি টাকা।
গত বছর, ২০২৪ সালে ব্যাংক মোট ৩১৬.৬৫ কোটি টাকার লাভ দেখিয়েছে এবং শেয়ার প্রতি আয় ছিল ৩.২২। সেই সময় ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০% স্টক ডিভিডেন্ডও প্রদান করেছিল।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকের শেয়ারের মূল্য গতকাল ০.৮৩% বৃদ্ধি পেয়ে ১২.২০ টাকায় বন্ধ হয়েছে।

